প্রতিদিন মাত্র ২০ মিনিট সময় আপনার প্যারেন্টিং ভাবনা দূর করতে পারে

প্রতিদিন মাত্র ২০ মিনিট আপনার সন্তানের সাথে ইতিবাচক সময় কাটাতে পারলে আপনার সব প্যারেন্টিং সমস্যা সমাধান হতে পারে। আমরা আসলে সন্তানকে এর চেয়ে অনেক বেশী সময় দেই কিন্তু আপনি কি খেয়াল করেছেন, যতক্ষন আমরা আমাদের সন্তানকে পাই তার বেশীরভাগে সময় আমরা কী করি। আমরা তাকে সারাক্ষণ উপদেশ দিই। আগেই বলেছি সারাক্ষণ উপদেশ শুনতে কারোই ভালো লাগে না।

আজ থেকে আমরা মাত্র ২০ মিনিট করে সময় আমাদের সন্তানকে দিবো। এই ২০ মিনিট আমরা তাকে কোন রকম ‘এডভাইস’ দিবো না। শুধুমাত্র তার সাথে সংযোগ তৈরী করবো। সে যা করতে ভালবাসে তা করতে আমরা তাকে উৎসাহ দিবো। শুধুমাত্র তার ইন্টারেস্ট নিয়ে কথা বলবো। তার মতো করে তার সাথে মিশবো।

আপনারা বলবেন, সে তো স্মার্টফোন নিয়ে পড়ে থাকে – তবে কি আমরাও তার সাথে স্মার্টফোন নিয়ে খেলবো? প্রথম প্রশ্ন হচ্ছে – স্মার্টফোনটি কি তার বয়সে পাওয়া উচিৎ, যদি হয়-ও তা কতক্ষণের জন্য। আচ্ছা এ ফোনটি তার হাতে কে দিয়েছে? ফোন আসক্তি নিয়ে না-হয় অন্য কোন দিন বলবো।

বাচ্চাদের সাথে কোয়ালিটি সময় কাটানো অর্থ হচ্ছে তাদের সাথে সংযোগ তৈরী করা। কথা বলা, গল্প করা, খেলাধূলা করা, ডিজিটাল নয়, ফিজিক্যাল। অফিসের গল্প শেয়ার করা, তার স্কুলের গল্প শোনা, কতজন বন্ধু আছে, তারা কী কী করে, আপনার অফিসের কে কীরকম, আপনারা কী কী মজা করেন, এসব। রাতে ঘুমানোর সময় গল্প বলা, খাবার সময় কথা বলা। সর্বোপরি একটি কোয়ালিটি টাইম যার জন্য আপনার সন্তান অপেক্ষা করে থাকবে।

আপনার সাথে আপনার সন্তানের একটি ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হবে। আপনি অবাক হয়ে দেখবেন যে তাকে আর বেশী ‘এডভাইস’ দেয়ার আর প্রয়োজন হচ্ছে না। সে-ও আপনাকে বুঝতে পারছে, আপনিও তাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *