‘মাই জার্নাল’ এ স্বাগতম। এ জার্নালের মাধ্যমে আমরা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে আপনার মধ্যে শক্তি সঞ্চয় করে উৎসাহ দিতে সাহায্য করছি। আমরা অনেকদিন যাবৎ এমন একটি দারুন জিনিষের সন্ধানে ছিলাম, অনেক পরীক্ষা নিরীক্ষার পর নিজের মনের মতো এমন একটি জার্নাল আমরা তৈরী করতে সক্ষম হয়েছি। নানা রকমের জার্নাল গত বেশ কয়েক বছরে আমরা নিজেরা ব্যবহার করেছি কিন্তু কেন যেন কোনটিই ঠিকমতো পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত নিজের মতো করে এই জার্নালটি তৈরী করলাম। এটিই যেন আমরা মনে মনে খুঁজছিলাম। অনেক বছরের অভিজ্ঞতা এবং তথ্যের আলোকে প্রস্তুত এ জার্নালটি একটি পরিপূর্ণ পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে একথা আমরা বিশ্বাস করি। আমরা এটাকে যতটুকু সম্ভব বাহুল্যবর্জিত কিন্তু কার্যকরভাবে তৈরী করার পরিপূর্ণ চেষ্টা করেছি। আমরা আন্তরিকভাবে আশা করছি আপনি ও জার্নালটি আপনার প্রতিদিনের মনছবির ক্যানভাস হিসেবে ব্যবহার করবেন, আপনি আপনার সেরা আপনি হয়ে উঠবেন।
প্রতিদিন চমৎকার কাটুক আপনার!