আমরা যদি আমাদের বাসায় একটা রোবট নিয়ে আসি, তবে ইউজার্স ম্যানুয়েল না পড়ে আমরা সেটিতে হাত দেয়ার সাহস পাই না। আমাদের সন্তান যেকোন রোবট থেকে অনেক বেশী জটিল সেটির একটি ইউজার্স ম্যানুয়েল থাকা উচিৎ, একথা আমরা ভাবি না। আমরা উল্টোপাল্টা ‘বাটন’ টিপে টিপে সেটিকে চালানোর চেষ্টা করি এবং অবধারিতভাবেই সেটা উল্টোপাল্টা ফল-ই দিতে থাকে।
আপনার হাতের এ বইটি হচ্ছে সন্তান প্রতিপালনের সেই ‘ইউজার্স ম্যানুয়েল’ !