আপনার সন্তান, আসলে কে? নিঃসন্দেহে সে আপনাদের সন্তান। মানে মা এবং বাবার শরীর থেকে বের হওয়া ‘Biological’ সন্তান। আমাদের সন্তান কি আমাদের সম্পত্তি? প্রথম কথা, আমরা আমাদের সন্তানদের সৃষ্টিকর্তা নই। তারা আমাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে মাত্র। আর আমরা চাইলেই একজন মানুষকে পৃথিবীতে আনতে সক্ষম নই। তা-ই যদি হতো তবে লক্ষ কোটি নিঃসন্তান দম্পতি থাকতেন না যারা একটি সন্তানের জন্য হা-হুতাশ করে চলেছেন।
আমাদের সন্তান মহান সৃষ্টিকর্তার দান – তাঁর উপহার। আপনি যখন কাউকে কোন উপহার দেন, আপনি নিশ্চিত হয়ে নেন যে এই উপহার তার কাজে লাগবে। তার জন্য প্রয়োজনীয় এবং আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভাল জিনিষটি আপনি তাকে দেন। আপনি কত যত্ন করে সেটি কেনেন, কত সুক্ষ্মভাবে খেয়াল করেন সেখানে কোন খুঁত আছে কিনা। আপনি কি মনে করেন না, যে সন্তানটি আপনার জন্য মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, সেটি নিশ্চয়ই কোন খুঁত সহ আসবে না? এটি আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত ‘Custom made/tailored’ আপনার জন্য যা একেবারে সঠিক – তা-ই আপনাকে দেয়া হয়েছে। আমাদের সন্তান
আসলে আমাদের সম্পত্তি নয়, বরং আমানত ‘Trust’। আমাদের জন্য একটি মানব আত্মাকে পাঠানো হয়েছে যাতে আমরা এর সঠিক যত্ন নিয়ে তাকে ভবিষ্যৎ
পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা আমাদের সন্তানের ট্রাস্টি বা আমানতদার। এটি আমাদের জন্য এক ধরনের পরীক্ষা-ও বটে।
আমরা আমাদের সন্তানদের সাথে সঠিক ব্যবহার না করার আরেকটি কারণ হচ্ছে আমরা মনে করি আমাদের সন্তান আমাদের সম্পত্তি, তাকে আমরা আমাদের কথা শোনানোর জন্য যা ইচ্ছা তা-ই করতে পারি বা বলতে পারি। না বন্ধুরা, আপনার সন্তানের বস হবার কোন প্রয়োজন নেই, তার বন্ধু হোন। বন্ধু হতে না পারেন, অন্ততঃ বন্ধুত্বপূর্ণ হোন। আপনি যখন ছোট ছিলেন, তখন কি বাবা-মায়ের বসিং আপনার ভাল লাগতো? নিশ্চয়ই না। আপনি এমন একজন মানুষ
আপনার সন্তানের জন্য হবেন যাতে সে তার সব কথা আমাদের সাথে বলতে পারে, সব খেলা আমাদের সাথে খেলতে পারে। একজন হাসিখুশি বন্ধুত্বপূর্ণ মানুষ সবাই তার আশপাশে দেখতে চায়। কর্তৃত্বপূর্ণ বস টাইপের মানুষ যে কোন ভুল চোখে পড়ামাত্র হৈ চৈ করে উঠবে বা তেড়ে আসবে, সেরকম কেউ চায় না – আপনিও চান না।
আমাদের কাজ হলো এই মানব আত্মাটি যা আপনার সামনে প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে, তাকে একটি আনন্দময় পরিবেশে সঠিকভাবে লালন-পালন ও সঠিক শিক্ষা দেয়ার মাধ্যমে পৃথিবীবাসীর জন্য উপকারী মানুষ হিসেবে তৈরী করা, একথা আমরা সবসময় মনে রাখবো। যত বেশী মনে রাখবো তত আমাদেরই উপকার হবে। সবার উপকার হবে।